মেয়েদের বিষয়ে কিছু অজানা অবাক করা তথ্য

 

মেয়েদের বিষয়ে কিছু অজানা অবাক করা তথ্য !




পৃথীবিতে প্রতি ২৪ ঘন্টায় ঘটছে নানা রকমের ঘটনা। আর এ সব ঘটনা নিয়ে গবেষনা ও বিশ্লেষন করছে গবেষকরা। মহিলাদের ওপর বিভিন্ন গবেষণার মাধ্যমে কিছু মজাদার ও আশ্চর্যজনক তথ্য বের হয়ে এসেছে। যা জানতে পারলে আপনিও বিস্মিত না হয়ে পারবেন না। সারা বিশ্বের নারীর উপর এ জরিপ চালানো হয়। এই জরিপের ফলাফলের তথ্যগুলো এখানে পাঠকদের জন্য দেয়া হলো –



# মেয়েরা দিনে গড়ে প্রায় ২০০০০ শব্দের ব্যাবহার করে কথা বলার জন্য। যেখানে ছেলেরা গড়ে মাত্র ৭০০০ শব্দ ব্যাবহার করে।



# প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারনে একজন মহিলা মৃত্যুবরন করেন।



# মেয়েরা তাদের সম্পূর্ণ জীবনের প্রায় এক বছরের মত সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবে তা চিন্তা করেই কাটিয়ে দেন।



# মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার কান্নাকাটি করে আর সেখানে ছেলেরা ০৬ থেকে ১৭ বার কান্না করে।



# মেয়েরা দিনে তিন বার মিথ্যা বললে, ছেলেরা দিনে ছয় বার মিথ্যা কথা বলে।



# মহিলাদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় মহিলাদের হৃদকম্পনের পরিমান বেশি ও দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা যায় নি।



# রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ বেশি।


# যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা রয়েছে, তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও রয়েছে।



# ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী।



# লম্বা নারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।



# মহিলাদের মৃত্যুর প্রধান কারন হৃদরোগ। তাই কোন নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই, তাহলে বিশ্বাস করবেন না।


# সকল মহিলারাই সুন্দর। শুধু কমতি আছে আত্মবিশ্বাসের। তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র ২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন।


# মেয়েরা এক মিনিটে প্রায় ১৯ বার তাদের চোখের পলক ঝাপটায়। যেখানে ছেলেরা মাত্র ১১ বার। নিজে পরীক্ষা করে দেখতে পারেন।


# মেয়েরা প্রচুর পরিমানে স্বপ্ন দেখে। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে কাল রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না।


উপরের তথ্যগুলো শুধু পড়েই মজা পাবেন না। পরীক্ষা করে দেখতে পারেন, আরো বেশি আনন্দিত হবেন।সূত্র: ইন্ডিয়া টাইম্‌স।













SUDIPTO SARKAR
want#1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ