কেমিস্ট্রির বেসিক. 1



Pic 2
Pic 1
 ✔ পরমাণু: পরমাণু হলো মৌলিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম অংশ। সাধারণত পরমাণুকে আর ভাঙা যায় না অর্থাৎ পরমাণুতে 1 টি মৌল থাকে।    

⏩ Note:  পর্যায় সারণিতে যে 118 টি মৌল রয়েছে তার সবাই পরমাণু। example:  H,He,Li,Be   etc.


✔ একটি পরমাণুর গঠন কেমন? পরমাণু কিভাবে অবস্থান করে?

--- একটি পরমাণু তে তিনটি মূল কণিকা বিদ্যমান। এরা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। 
একটি পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। অন্যদিকে ইলেকট্রন পরমাণু কেন্দ্রের চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। 

⏩Note: পরমাণুর কেন্দ্র কে নিউক্লিয়াস বলে। একটি পরমাণুর ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। কারণ আমরা জানি পারমাণবিক ভর = প্রোটন সংখ্যা+ নিউট্রন সংখ্যা।
ইলেকট্রনের চার্জ- নেগেটিভ (-)
প্রোটনের চার্জ- পজেটিভ(+)
নিউট্রন- চার্জ বিহীন(0)

✔ অনুঃ  অনু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। দুই বা ততোধিক পরমাণু মিলে অণুর সৃষ্টি হয় অর্থাৎ পরমাণুর চেয়ে অনু বড়।  অনুতে একের অধিক পরমাণু থাকে। 

⏩ Note: H2,Cl2,O2,N2 প্রভৃতি অণুতে দেখা যাচ্ছে যে, এদের প্রত্যেকটিতে একের অধিক পরমাণু রয়েছে। সুতরাং এরা প্রত্যেকেই pic 1 দেখুন.

✔ যৌগ : দুই বা ততোধিক অনু যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ কে অনু ও বলা যেতে পারে। তবে যৌগের গঠন, অনুর গঠন থেকে বড় হতে পারে। 

⏩Note: HCl,H2O,H2SO4,HNO3 প্রভৃতি যৌগ হতে দেখা যায় যে.. এদের গঠন অনুর গঠন থেকে একটু বড়।
  তাছাড়া দুই বা ততোধিক ভিন্ন পরমাণু বা অনুর সমন্বয়ে যৌগ গঠিত হয়। Pic 2 দেখো.

✔✔✔Point to remember:

1. একটি মৌল= পরমাণু
2. পরমাণু+ পরমাণু= অনু
3. অনু+ অনু= যৌগ বা অণু
4. পরমাণু+ যৌগমূলক= যৌগ বা অণু।



Sudipto Sarkar.


Be#1        &        Want#1.

 পরের পর্বে আরও বিস্তারিত আলোচনা করব....

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ