The Alchemist Bangla Pdf Free Download(দি আলকেমিস্ট বই বাংলা ভার্শন ডাউনলোড)

 


The Alchemist Bangla Pdf Free Download

বইয়ের নামঃ দি আলকেমিস্ট
লেখকঃ  পাওলো কোয়েলহো
অনুবাদকঃ মাখসুদুজ্জামান খান
ক্যাটাগরিঃ ফ্যান্টাসি,ক্লাসিক,ফিকশন(রুপকধর্মী উপন্যাস)

আলকেমিস্ট কি?

দি আলকেমিস্ট বাংলা অনুবাদ একটি বই যেটি লিখেছেন পাওলো কোয়েলহো ।
দ্য আলকেমিস্ট বইটি ১৯৮৮ সালে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচিত হয়, যা ১৯৯৩ সালে ইংরেজি ভাষায় অনুবাদিত হওয়ার পর ২০০৯ সাল পর্যন্ত বইটির মোট ৬৭টি ভাষায় অনুবাদ হয়েছে।

দ্য আলকেমিস্ট রিভিউ(the alchemist summary in bangla):

দ্য আলকেমিস্ট গল্পটা শান্তিয়াগো নামের এক ছেলেকে ঘিরে, তার এ গল্পটার চেয়েও বেশি ইম্পরট্যান্টস এই গল্পের ক্যাটাগরি টা।
বলুন তো, কোন জনরায় পড়ে বইটা? Adventure নাকি আত্মউন্নয়নমূলক নাকি Philosophy নাকি স্পিরিচুয়াল নাকি Romance ? ভাবুন তাহলে উত্তরটা দেয়া সহজ । বইটা আসলে উপরোক্ত এ সব ধরনের ক্যাটাগরির মধ্যেই পড়ে।
বইটার বিভিন্ন দিক আছে, এই বইটা একই সাথে রয়েছে বহুদিকমুখীতা এবং বহুরৈখিকতা।
চলুন ব্যখ্যা করি তাহলে,
একটা দিক হতে পারে Adventure।
শান্তিয়াগো ভেড়া চড়িয়ে রাত বিরাতে হাটে , লাইফটা অতিবাহিত করে, লাইফকে বুঝতে চেষ্টা করে। ছোট্ট একটা dream তাকে ভাবিয়ে তুলে এবং সে ভাবনায় , সে মিশরে pyramidএ গুপ্ত ধন খুজতে যাবে বলে ঠিক করে। তার এই pyramid পর্যন্ত যাত্রার পথে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম,প্রমত্তা মরূবিচরণ অবশ্যই Adventure পড়ে।
তার লক্ষ্যের প্রতি এত দৃঢ়তা নিশ্চই আত্মউন্নয়নের প্রতি অনুপ্রাণিত করে।
তার ভ্রমণের সময় মরূভূমিতে , মরূকন্যা (Desert Women) ফাতিমার সাথে দেখা হওয়া এবং সেখান থেকে ভালোবাসা হওয়া।সেই মরূকন্যারা এমন যে তারা তার ভালোবাসার মানুষের জন্য মরূভূমির বিশাল প্রান্তরে তাকিয়ে যুগ যুগান্তর অপেক্ষা করে।আহ! নিশ্চই রোমান্টিক একটা ব্যাপার।
প্রকৃতিকে বোঝার চেষ্টা করা, প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে একাত্ম হওয়া, ছোট ছোট ঘটনায় সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নেয়া এসব নিশ্চই, Spiritual এবং Philadelphical ব্যাপার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরো ব্যাপারটার মধ্যে আলকেমিস্ট টা কোথায়? উত্তরটাও বেশ মজার।
এর উওরে বলব, যদি সরাসরি একটা আলকেমিস্ট ভদ্রলোকের কথা বলি যাকে সে মরূভূমিতে দেখেছে ,তাহলে উত্তরটা meaningful হবে না। তার আগে বলে রাখি, গল্পের শুরুতে মনে হবে ছেলেটার জন্য গুপ্তধন পাওয়াটা জরুরি । কিন্তু শেষে সে যখন পায় , তখন আর সেটা তত ইম্পরট্যান্টস আপনার কাছে মনে হবে না। বরং সে তার এই গুপ্তধনের খোঁজে বিশাল পৃথিবীকে যতটুকে বুঝেছে সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সে সর্বশান্ত হওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছে , মরূভূমির নিজস্ব যেই ডাক সেটা বুঝতে পেরেছে, তার ভালোবাসার মানুষ ফাতিমাকে পেয়েছে, দেখেছে আশ্চর্য সৃষ্টিকর্ম পিরামিড যেগুলো তার লক্ষ্যের গুপ্তধন থেকেও অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। ঠিক যেমন গল্পের অই আকেমিস্ট সীসা (Lead) থেকে স্বর্ণ বানাতে পারলেও সেটা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ না। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে, এই রূপান্তর শিখতে গিয়ে তার অর্জিত জ্ঞন, চিন্তা ধারনা, স্বর্ণ এবং সীসা দুটোর গুরুত্বই বোঝতে শেখা। এবং এই রূপান্তরের সাথে মহাবিশ্বের সব কিছুর কেমন গভীর সম্পর্ক সেটি অনুধাবন করা
এবার গল্প থেকে বের হয়ে আসি এবং আমার নিজের একটা চিন্তা বলি,
গল্পে যদিও আলকেমিস্ট স্বর্ণ বানাতে পেরেছিলেন সীসা থেকে। আমাদের আধুনিক বিজ্ঞান বলে এটি কখনোই সম্ভব না। আলকেমিস্টরা আরো চেয়েছিলেন এমন কোন পানীয় বা ঔষধ তৈরি করতে যা মানুষকে অমরত্ব দান করবে । সেখানেও তারা ব্যার্থ হয়েছেন । ,
সে অর্থে আলকেমিস্টদের জীবনের সাধনা বৃথা মনে করা যেতেই পারে। কিন্ত এখানেও একটা ছোট প্রশ্ন থেকে যায়। তারা পদার্থ নিয়ে তাদের এই সাধনাকে স্পিরিচুয়াল পর্যায়ে নিয়ে গিয়েছিল । তারা এতটাই গুরুত্বের সাথে এই আল্কেমি চর্চা করেছেন যা আমাদের আধুনিক রসায়ন বা কেমিস্ট্রির উৎপত্তি করেছে। এত আগের সময়ে তারা basic ক্রোমাটোগ্রাফির যেসব যন্ত্রপাতি বানিয়েছেন তা সবাইকে এখনো আশ্চর্য করে। তাদের এই চর্চা বিজ্ঞানের এই অংশকে উন্নত করতে ভূমিকা রেখেছে । পৃথিবীর আধুনিকায়ন কিছুটা হলেও তরান্বিত করেছে ঠিক গল্পের মতো। তারা হয়ত তাদের লক্ষ্যে কখনোই পৌছায় নি, কিন্ত এই লক্ষার্জনের এই পথে তারা পৃথিবীকে উন্নত করেছে, যার মূল্য হয়তবা স্বর্ণের চেয়েও অনেক বেশি ঠিক যেমন ফাতিমার ভালোবাসা-পিরামিডের সৌন্দর্য শান্তিয়াগোর কাছে গুরুত্বপূর্ণ।

দ্য আলকেমিস্ট’ বইটি কেন এত জনপ্রিয়?

বইটির প্রকাশনা ও ব্যাপ্তি নিয়ে আলোচনার আগে জানিয়ে দিচ্ছি যে বইটি আন্তর্জাতিক বেস্ট সেলার বইগুলোর একটি যা ৬৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এখনো প্রতিদিন হাজার কপি  বিক্রি হচ্ছে।


পাওলো কোয়েলহোর দি আলকেমিস্ট বইটি থেকে ১০টি শিক্ষা:

১) ভয়ই লাইফের সবচেয়ে বড় বাধা
২) সত্যের জয় হবেই
৩) কাজে আগ্রহ হারাতে না চাইলে জলদি একঘেয়েমি দূর করো
৪) বর্তমানকে মেনে নাও
৫) সফলতার সাথেই রয়েছে ইতিবাচক পরিবর্তনের প্রভাব
৬) সিদ্ধান্ত গ্রহণে সাহসী ও স্পষ্টবাদী হও
৭) আবদ্ধ কল্পনার ঘোর ভেঙে মুক্ত স্বাধীন মনা হও
৮) লাইফে সফল হতে চেষ্টা অব্যাহত রাখা
৯) নিজেই নিজের কর্ণধার অর্থাৎ নিজের পথ অনুসরণ করা
১০) কথাও কাজে বিশ্বাসী ও তার প্রমাণ করা

দ্য আলকেমিস্ট এর মতো আরো ৫ টি বই:

(১) সিদ্ধার্থ (Siddhartha),এটি লিখেছেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মানি লেখক হেরমান হেস
(২) দ্য লিটল প্রিন্স (The Little Prince), এটি লিখেছেন ফরাসী কবি, কথাসাহিত্যিক ও পাইলট অ্যানটোইনি ডে সেইন্ট-এক্সোপেরি
(৩) লাইফ অব পাই (Life of Pi), এটি লিখেছেন কানাডিয়ান লেখক ইয়ান মার্টেল
(৪) দ্য রোড লেস ট্রাভেলড (The Road Less Travelled), এটি লিখেছেন মরগান স্কট পেক
(৫) ইট প্রে লাভ (Eat Pray Love), এটি লিখেছেন এলিজাবেথ গিলবার্ট 

The Alchemist Bangla Pdf Download:

খুবই জনপ্রিয় একটি বই। বইটির  কয়েক পাতা পড়েছিলাম , দুই বছর আগে।মাঝে আর পড়া হয় নি।
২০২০ সালে শেষ করলাম । কিছু কঠিন শব্দ ও ফিলোসফিক্যাল গভীরতার জন্য নতুন পাঠকদের কাছে হালকা বিরক্ত লাগতে পারে । যাইহোক, আমার ভাবতে ভালো লাগছে , ২ বছর ধরে নিজের অজান্তেই একটি অসাধারণ বই আমার সাথে ছিল।
বইয়ের কিছু লাইন দিয়ে শেষ করি ,


  • দি আলকেমিস্ট উক্তি:

The wind began to blow again. It was the wind that brought the scent of a perfume he knew well, and the touch of a kiss--a kiss that came from far away,slowly,slowly, until it rested on his lips. "I am coming Fatima" he said. Because he loves her and the entire universe conspired to help him find her. 

the alchemist pdf in bangla translate Download link:




দি আলকেমিস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ