Love

 


প্রেম ভালোবাসা আসলে কি?

সব সময় একজন মানুষ চাইছেন এখন যেমনটা যেটুকু আছেন, তার থেকে আরেকটু বেশি কিছু হতে। ব্যাপারটা হল আপনার নিজের নয় এমন কাউকে বা কিছুকে আপনি নিজের করতে চান। পুরো প্রচেষ্টাটা এটার জন্যই।

 যদি এটা আবেগ অনুভূতি দিয়ে হয়, যদি ভাবাবেগ এবং অনুভূতির মাধ্যমে এটার চেষ্টা করেন তখন সেটাকে বলে ভালোবাসা।  আপনি চেষ্টা করছেন এমন কেউ যে আপনার নয় তাকে আপনি নিজের করে নিতে চাইছেন আবেগের মাধ্যমে । এটাই প্রেম।


প্রেম কোন সম্পর্ক নয়। প্রেম হল আপনার আবেগ অনুভূতির একটা নির্দিষ্ট মিষ্টি ভাব। সে আপনি একটা গাছের দিকে তাকান কিংবা কুকুর বা একজন পুরুষ বা একজন মহিলা বা শুধু খোলা আকাশের দিকে। আপনি কেন তার দিকে ভালোবাসার সাথে দেখতে পারবেন না? কারণ বিষয়টা খোলা আকাশ কে ভালোবাসা নিয়ে নয়। ‌ বিষয়টা হচ্ছে আপনার আবেগ অনুভূতি কতটা মধুর। আপনি চাইলে আপনি স্বয়ং প্রেম হয়ে উঠতে পারেন।‌ আপনি চাইলে আপনার আবেগকে একটা খুবই সুমধুর জায়গায় রূপান্তরিত করতে পারেন। প্রেম করা যায় না। এটা এমন কিছু যা আপনি স্বয়ং হয়ে যান। ❣️














English version:

What is love? All the time a man wants to be a little more than what he is now. The point is, you want to own someone or something that is not your own. The whole effort is for this. If it is done with emotion, if you try it with emotion and feeling then it is called love. You are trying to make someone who you are not trying to be your own through emotion. This is love. Love is not a relationship. Love is a certain sweetness of your emotions. Whether you look at a tree or a dog or a man or a woman or just the open sky. Why can't you look at him with love? Because it's not about love in the open sky. The thing is how sweet your emotional feelings are. If you want you can become love yourself.‌ If you want you can transform your emotions into a very sweet place. Love cannot be made. It's something you become yourself. 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ