পুরো পর্যায় সারণি মনে রাখার কৌশল

 chemistry_logo

পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কয়েকটি মৌল আমাদের সবসময়ই মনে রাখতে হয়।এর মধ্যে ৯ম শ্রেণীর জন্য ৩০ টি মৌলের নাম মুখস্ত থাকতেই হয়।সবার পক্ষে সমান ভাবে এই মৌল গুলোর প্রকৃত নাম অনুযায়ী মনে রাখা সম্ভব না।প্রায় সকল শিক্ষার্থী কিছু সংক্ষিপ্ত ছন্দে এগুলো মনে রাখার চেষ্টা করে।এবং এই পদ্ধতিটি বেশ কাজের।
 
আমি যতগুলো ছন্দ জানতাম সবগুলোই এখানে পিডিএফ আকারে দিয়েছি।ছন্দগুলো আমার নিজের বানানো নয় অনেক আগে থেকেই এগুলো ব্যাবহার হয়ে আসছে।আর ইশিখনের পোস্টটাও কপি পেস্ট করে দিয়েছি।রসায়ন এর পুরো পর্যায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল।

 

Group 1(A) এর মৌল

হায় লি না কে রুবি সাজিয়ে ফিরছে

যেই মৌলগুলো indicate করে-
H Li Na K Rb Cs Fr
H -Hydrogen(হাইড্রোজেন )
Li – Lithium(লিথিয়াম)
Na -Sodium(সোডিয়াম)
K – Potassium(পটাশিয়াম )
Rb – Rubidium(রুবিডিয়াম)
Cs -Caesium(সিজিয়াম)
Fr – Francium(ফ্রান্সিয়াম)

Group 2(A) এর মৌল

বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

যেই মৌলগুলো indicate করে-
Be Mg Ca Sr Ba Ra
Be -Beryllium (বেরিলিয়াম)
Mg -Magnesium (ম্যাগনেসিয়াম)
Ca -Calcium(ক্যালসিয়াম)
Sr -Stronsium(স্ট্রানসিয়াম)
Ba -Barium(বেরিয়াম)
Ra -Radium(রেডিয়াম)

Group 3(A) এর মৌল

বোরন আলীর গোলায় ইন্দুর থাকে

যেই মৌলগুলো indicate করে-
B Al Ga In Tl
B -Born (বোর্নিয়ো)
Al -Aluminium (অ্যালুমিনিয়াম)
Ga -Gallium (গ্যালিয়াম)
In -Indium (ইন্ডিয়াম)
Tl -Thallium (থেলিয়াম)

Group 4(A) এর মৌল

কারটি সিরিয়া গেলে টিন পাবে

যেই মৌলগুলো indicate করে-
C Si Ge Sn Pb
C -Carbon (কার্বন)
Si -Silicon (সিলিকন)
Ge -Germanium (জামিনিয়াম)
Sn -Tin (টিন)
Pb -Lead (লেড বা সিসা)

Group 5(A) এর মৌল

নারায়ন পুরে আর্সেনিক সবচেয়ে বেশী

যেই মৌলগুলো indicate করে-
N P As Sb Bi
N -Nitrogen (নাইট্রোজেন)
P -Phosphorus (ফসফরাস)
As -A arsenic (আর্সেনিক)
Sb -Antimony (এন্টিমনি)
Bi -Bismath (বিসমাথ)

Group 6(A) এর মৌল

ও এস এসসি তে পড়ে

যেই মৌলগুলো indicate করে-
O S Se Te Po
O -Oxygen (অক্সিজেন)
S -Sulfur (সালফার)
Se -Selenium (সেলেনিয়াম)
Te -Tellurium ( টেলুরিয়াম)
Po – Polonlum (পোলেনিয়াম)

Group 7(A) এর মৌল

ফ্লোর কলনীর বাসায় আন্টি আছে

যেই মৌলগুলো indicate করে-
F Cl Br I At
F -Florin (ফ্লোরিন)
Cl -Chlorine (ক্লোরিন )
Br -Bromine ( ব্রোমিন
I -Iodine (আয়োডিন)
At -Astatine (অ্যাস্টেটাইন)

Group 8(A) এর মৌল

হেনা ( He Ne) আর করুনিম যাবে রমনায়

যেই মৌলগুলো indicate করে-
He Ne Ar Kr Xe Rn
He -Helium (হিলিয়াম)
Ne -Neon (নিয়ন)
Ar -Argon (আর্গন)
Kr -Krypton (ক্রিপ্টন)
Xe -Xanon (জেনন)
Rn -Radon (রাডন)

পারমানবিক সংখ্যা 21-30 এর মৌল

শাহরুখ টাইটানিকে ভেসে কাল মনিষকে ফেলে ফেলে কোয়েলকে নিয়ে কুয়াকাটা যাবে

যেই মৌলগুলো indicate করে-
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn
Sc -Scandium (স্ক্যানডিয়াম)
Ti – Titanium (টিটেনিয়াম)
V -Vanadium (ভ্যানাডিয়াম)
Cr -Chromium (ক্রোমিয়াম)
Mn -Manganese (ম্যাঙ্গানিজ)
Fe -Iron (লোহা বা আয়রন)
Co -Cobalt (কোবাল্ট)
Ni -Nickel (নিকেল)
Cu -Copper (কপার)
Zn -Zinc (জিংক)

পারমানবিক সংখ্যা 39-48এর মৌল

ইতি ও জেরিন নাইরোবিতে মোবাইল সহ রুথের
রোড দিয়ে পালাবার সময় কাঁদছিল

যেই মৌলগুলো indicate করে-
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y -Yttrium (ইট্রিয়াম)
Zr -Zirconium (জিরকোনিয়াম)
Nb -Niobium (নিওবিয়াম)
Mo -Molybdenum (মলিবডেনাম)
Tc -Technitium (টেকনেসিয়াম)
Ru -Ruthenium(রুথেনিয়াম)
Rh -Rhodium( রোডিয়াম)
Pd -Palladium (প্যালাডিয়াম)
Ag -Silver(সিলভার)
Cd -Cadmium (ক্যাডমিয়াম)

পারমানবিক সংখ্যা 57-80এর মৌল

লাকি ও হানিফ টাইজানিকে করে ওয়াবিতে এসে ইউরোপে প্লাটিনাম ও গোল্ড

যেই মৌলগুলো indicate করে-
La Hf Ta W Re Os Ir Pt Au AG Hg
La (57-71) -Lanthanum (ল্যানথানাইড সিরিজ)
Hf -Hafnium ( হাফনিয়াম)
Ta -Tantalum ( ট্যান্টালুম)
W -Tungsten ( টাংস্টেন)
Re -Rhenium (রেনিয়াম)
Os -Osmium (অসমিয়াম)
Ir -Eridium ( ইরিডিয়াম)
Pt -Platinum ( প্লাটিনাম)
Au -Gold (গোল্ড)
Hg -Mercury ( পারদ বা মাকারি)

পারমানবিক সংখ্যা 89-112এর মৌল

আখির ছেলে রাফি ডুবাই সাগরে ভেসে হাফেজ আর মতিকে দেশে রেগে চিনেছে

যেই মৌলগুলো indicate করে-
Ac Rf Db Sg Bh Hs Mt Ds Rg Cn
Ac -Actinium
(অ্যাকটিনাইড সিরিজ )
Rf -Rutherfordium
(রাদারফোর্ডিয়াম)
Db -Dubnium(ডুবনিয়াম)
Sg -Seoborgium(সিওবোগিয়াম)
Bh -Bohrium(বোহরিয়াম)
Hs – Hassium(হ্যাসিয়াম )
Mt -Metnerium(মিটনেরিয়াম)
Ds -Damstadium(ডামস্টেডিয়াম)
Rg -Roentgenium(রন্টজেনিয়াম)
Cn-Copemicium(কপারনিসিয়াম)

পিডিএফ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ