মানব দেহ সম্পর্কে 23 টি আজব তথ্য..

 

মানবদেহের ২৩ আজব তথ্য




ছোটবেলা থেকেই স্কুলের পাঠ্যবইয়ের সুবাদে মানবদেহ নিয়ে কত গুরুগম্ভীর তথ্যই তো আমরা পড়ছি। তবে মানুষ সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণার ক্ষেত্র এখন আরো অনেক ব্যাপক আর বিস্তৃত।

এখন তাদের গবেষণা মানবদেহের অঙ্গ-সংক্রান্ত কার্যকলাপ ছাড়িয়ে শারীরিক ও মানসিক বিভিন্ন বৈশিষ্ট্য নিয়েও চলছে। তবে মানবদেহ নিয়ে বেশ কিছু মজার তথ্য রয়েছে। চলুন সেরকম কিছু তথ্য জেনে নেয়া যাক-


* মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় মাপের কেক তৈরি করা যাবে।

* চোখের পলক না ফেলে কখনও হাঁচি দেয়া যায়না।

* হাঁচির সময় নাক দিয়ে ১৬০ কিমি/ঘন্টা বেগে বাতাস বের হয়।

* হাঁচি দেবার সময় শরীরের সমস্ত কাজ থেমে যায়, এমনকি হার্টবিটও।

* সকাল বেলা ঘুম থেকে উঠার পর মানুষের উচ্চতা সন্ধ্যার চেয়ে একটু বেশি থাকে।

* মানুষের দেহে থাকা ফসফরাস দিয়ে ২ হাজার ২০০টি দিয়াশলাই কাঠি তৈরি করা যাবে।

* মানবদেহে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে প্রায় ৯ হাজার পেন্সিলের শীষ তৈরি করা যাবে।

* মানুষের পাকস্থলীতে দিনে ২ লিটার পর্যন্ত হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয়, যা কিনা ধাতুকে পর্যন্ত ক্ষয় করতে সক্ষম। কিন্তু পাকস্থলীর কোন ক্ষতি হয় না কারন এতে প্রতি মিনিটে ক্ষয়ের সমানতালে ৫০ লক্ষ নতুন কোষ উৎপন্ন হয়।

* সারাদিনে একজন পুরুষের চেয়ে একজন নারী বেশি সংখ্যকবার চোখের পাতা ফেলেন।

* হাইতোলার কারণে ব্রেইন ঠান্ডা হয়। কেননা এর ফলে মগজে বাতাস প্রবাহের সঞ্চালন হয়।

* মানুষের দেহের বিদ্যুৎ দিয়ে ২৫৬ পাওয়ারের একটি বাল্বকে কমপক্ষে পাঁচ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।

* পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে।একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায় ৩০০ বারের মত হাসে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ হাসে গড়েন ১৫-১০০ বার।

* না খেয়ে মরার চেয়ে না ঘুমালে মানুষ আগে আগে মরতে পারে।১০ দিন না ঘুমালে মানুষ মারা যেতে পারে।

* ১৮ বছরের পর মানুষের মগজ আর বাড়ে না। এই বয়সের পর মানুষ ১ হাজারটি পর্যন্ত ব্রেইন সেল হারাতে পারে।

* মানুষের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা দিনের থেকে রাতে বেশি বৃদ্ধি পায়।

* মানুষের শরীরে যত রক্তবাহী নালী আছে সেগুলা জোড়া লাগালে ১ লাখ কিলোমিটার হবে যা দিয়ে পৃথিবীকে ২.৫ বার প্যাঁচানো যাবে।

* মানবদেহ সারা জীবন ১০ হাজার গ্যালন পর্যন্ত লালা তৈরি করে।

* বুদ্ধিমান মানুষের চুলে জিঙ্ক ও কপারের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।

* প্রত্যেকটা মানুষের হাতের ছাপের মত তাদের জিহ্বা ও ঠোঁটের ছাপও ভিন্ন।

* মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী জিহ্বা।

* মানুষ কখনো একসাথে গিলতে ও নিঃশ্বাস নিতে পারেনা। যদিও ১ মাস বয়স পর্যন্ত বাচ্চারা এ কাজটি করতে পারে।

* ঘর যত ঠান্ডা হবে মানুষের দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা তত বেশি।

* মানুষের চোখের একটি পাপড়ি ১৫০ দিন পর্যন্ত বেঁচে থাকে। এরপর নিজে থেকেই ঝরে পড়ে।

* মানুষের মস্তিষ্ক প্রায় ১০ হাজারটি ভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।





 তথ্যসূত্র-campus21.



















Sudipto Sarkar

want#1 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ